ওলান

নামঃ মেহেদী হাসান মুন্না উরফে ওলান
তো শুরু করা যাক.........
ওলান এই নাম টার ইতিহাস লিখব আজ ......
প্রথমে ওর একটু ডিটালস বলি , ও ছোটো-খাটো মানুষ ,  লম্বা হিসাবে ফিটনেস ঠিক আছে কিন্তু ঘটনা ওইটা না ওর শরীরের তুলনায় ওর বুকটা ছিলো অনেক উঁচা , আর মুলত এই কারনে ওর নাম ওলান দাওয়া হইসে ।আমাদের মধ্যে মনে হয় না কেউ বাদ আছে যে ওর ওলান টেপে নাই । বন্ধুর একটা অভ্যাস খুব ভাল যে টেপার সময় কেউ না দেখলে টিপতে কোন বাঁধা দেয় না । কিন্তু যদি কেউ দেখসে তো আর টিপতে দিবে না , যোদিও সে এই কারনে কয়েকবার ধর্ষণ এর শিকার হইসে তারপরও অভ্যাস পাল্টায় না ।এইটা এখনও অব্যাহত আছে , যখনি এক জায়গায় আড্ডা দেই তখনি এমনটা হয় , একবার সে আদরের উপর রাগ করে স্টেশন  থেকে চলে গিয়েছিলো ।
যাইহোক এখন আমরা সবসময় থাকিনা তাই বন্ধু সন্ধ্যা হলে স্টেশনএ  যায় কি কারনে যায়...বললাম না ? এই বন্ধুর আর একটা অভ্যাস আছে তা হলো মেয়ে দের সাথে চুলকানি গপ্প করা, তবে অন্য কিছু ভাবা যাবে না শুধু গপ্পই করে আর কিছু না । মিমের নাকি সন্ধেহ লাগে যে ওলানের ভ্যাস্তা নাই , আমারও মনে হয় ।  ও আর একটা কথা বন্ধু প্রায়ই fb তে ছবি আপলোড দেয় একদিন এক মেয়ে কমেন্ট করসিল হিজরা , কি কারনে বলছিল এখনও জানি না কিন্তু মিম বলছিল যে ওই মেয়ের সাথে ওলান নাকি ডেটিং দিছিলো , কি হইসে জানি না কিন্তু মেয়ে টার এই কথায় বোঝা গেলো যে বন্ধুর ভ্যাস্তা নাই ... আরও এমন অনেক কিছু আছে যা বলতে গেলে অনেক সময় লাগবে তাই এখানেই  (সমাপ্ত)
SORRY দোস্ত
জয়

0 comments:

Post a Comment

cc camera

ভিজিটর

টেক